April 24, 2019

‘X -MEN’- এ কৃষ্ণের অপমান !!

x-men-655x360

সম্প্রতি মুক্তি পেয়েছে X-Men: Apocalypse ছবির নতুন ট্রেলরে৷ আর সেখানে ভিলেনের মুখে এসেছে কৃষ্ণের নাম৷ হিন্দু দেবতার উল্লেখ যে যথাযথ নয়, এমনটাই মনে করছেন ‘ইউনিভার্সাল সোসাইটি অফ হিন্দুইজম’-এর প্রেসিডেন্ট রাজন জেদ৷

ছবির ট্রেলরে ভিলেনের মুখের সংলাপে বলা হয়েছে, যুগে যুগে নানা নামে তিনি অবতীর্ণ হয়েছেন৷

সেই নামের তালিকাতেই উল্লেখ করা হয়েছে কৃষ্ণের নাম৷ ভিলেনের সঙ্গে কৃষ্ণের সাদৃশ্য টানা যে উচিত হয়নি এমনটাই দাবি রাজনের৷পরিচালক ব্রায়ান সিঙ্গারকে তিনি অনুরোধ জানিয়েছেন, ওই সংলাপ তুলে দেওয়ার জন্য৷

তাঁর মতে, কৃষ্ণের জীবন নিয়ে হলিউডে যে কেউ ছবি তৈরি করতে পারেন, কিন্তু হিন্দু ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে তাঁদের সম্যক ধারণা থাকা উচিত৷ তা না হলেই এ ধরনের ঘটনা ঘটবে৷ এই ধরনের সাদৃশ্য যে হিন্দু ধর্মের অনুগামীদের প্রতি অশ্রদ্ধাজ্ঞাপন, এমনটাই তিনি জানিয়েছেন তাঁর বিবৃতিতে৷ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, হিন্দুধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মের মধ্যে একটি৷

বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্মও এটি৷ এই ধর্মের গভীর দার্শনিকতা বোঝা উচিত৷ধর্মে যে প্রতীকের ব্যবহার হয়েছে তার অর্থ বোঝা প্রয়োজন, সেগুলির অপব্যবহার বাঞ্ছনীয় নয়৷তাঁর মতে কৃষ্ণের মতো চরিত্রকে দেবতাজ্ঞানে পুজো করা হয় মন্দিরে, তাঁকে নিয়েসস্তা ব্যবসায়িক কারণে ছবি তৈরির কোনও প্রয়োজন নেই৷

২০১৬ তে মুক্তি পাওয়ার কথা এ ছবির৷ তার আগে এ সংলাপ ছবি থেকে বাদ দেওয়া হবে কি না তা জানা যায়নি৷ রাজনের অভিযোগের কোনও উত্তরও এখনও দেননি পরিচালক ব্রায়ান৷

 

Related posts