March 21, 2019

দক্ষিন কোরিয়ায় বাংলাদেশ দুতাবাসে “ইপিএস” এর ১০ বছর পুর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ২৪ জুন রবিবার  “ইপিএস” (Employment Permit System) এর ১০ বছর পূর্তি উপলক্ষে কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস হল রুমে ইপিএসের বিভিন্ন সামাজিক সংগঠন ও ইপিএস কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাবা আবিদা ইসলামের সভাপতিত্বে দূতাবাস ১ম সচিব (শ্রম) জনাব জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কোরিয়া অবস্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও কোরিয়ার বিভিন্ন প্রান্তের ইপিএস কর্মীগণ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে দূতাবাস ১ম সচিব (শ্রম) জনাব জাহিদুল ইসলাম ভুঁইয়া দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন পাশাপাশি ইপিএস কর্মীদের বিভিন্ন তথ্য সেবা দিয়ে সহযোগীতা করার জন্য এখানকার সব সামাজিক সংগঠনদের ভূয়সী প্রশংসা করেন। ইপিএস কর্মীদের নিয়ে বানানো বিভিন্ন সংগঠনের সভাপতি ও কর্মীগন বক্তব্য রাখেন  এবং “ইপিএস” কর্মীদের  বিভিন্ন  সমস্যা ও সমাধানের উপায় মান্যবর রাষ্ট্রদূতের নিকট তুলে ধরেন।F883B3BB-9565-4355-BCEC-C916249E0631

আলোচনার মধ্যে বিশেষ করে, ইপিএস আসা নারী কর্মীদের বিভিন্ন সমস্যা,মেয়াদ শেষে কর্মীদের রিফিউজি ভিসা পরিবর্তন,অবৈধ হওয়ার প্রবনতা, বৈধ ভাবে অর্থ প্রেরণ, প্রলোভনে কোম্পানি পরিবর্তন,কর্মীদের মেয়াদ শেষে দেশে ফিরে উদ্যোক্তা তৈরী ও প্রশিক্ষনের সহায়তা সহ কোরিযাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা খুলে পড়ালেখার সুযোগ তৈরীর ব্যাপারে কথাবার্তাগুলো গুরুত্ব পায়। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় এসকল বিষয়ে আশু সমাধানের আশ্বাস দেন।4308F73B-1640-40B9-81F2-CFD3064088E5
দ্বিতীয় পর্বে দূতাবাস পরিবার ও কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষ্ঠানের অংশগ্রহনকারীদের মধ্যে কুপন নাম্বার জয়ীদের পুরষ্কারের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশী বিভিন্ন ধরনের খাবারেরও পরিবেশন করা হয়।

Related posts