November 14, 2018

এবিভিপি-র বিরুদ্ধে মুখ খোলায় ধর্ষণের হুমকি পেয়েছি, দাবি গুরমেহেরের

(এম বি ফয়েজ) নয়াদিল্লি: এবিভিপি-র বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ ঘোষণা করা কার্গিল শহিদের মেয়ে গুরমেহের কাউর দাবি করলেন, তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
লেডি শ্রীরাম কলেজের এই ছাত্রীর দাবি, তাঁর ওই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় হুমকি বার্তা পাচ্ছেন তিনি। ধর্ষণের হুমকিও রয়েছে তার মধ্যে।
গুরমেহেরের দাবি, তিনি কার্গিল শহিদ ক্যাপ্টেন মনদীপ সিংহের মেয়ে। ফেসবুক, টুইটারে যে ছবি পোস্ট করেছেন, তাতে লেখা, আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ি। এবিভিপি-কে ভয় পাই না। আমি একা নই। দেশের সব ছাত্রছাত্রী রয়েছে আমার সঙ্গে।
যদিও প্রশ্ন উঠেছে, এ রকম হুমকির পরেও থানায় অভিযোগ না করে সংবাদমাধ্যমের দ্বারস্থ হতে গেলেন কেন তিনি।
দিনকয়েক আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজস কলেজে বিতর্কিত উমর খালিদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে আইসা ও এসএফআই সমর্থকদের সঙ্গে এবিভিপি-র তুমুল সংঘর্ষ হয়। তারপরেই এই পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গুরমেহের। সিপিএম, কংগ্রেস, এএপি- সব বিরোধী দলগুলি সমর্থন করেছে তাঁকে।

gurmehar-kaur-580x3951

Related posts