March 21, 2019

রাতে ট্রাকের ধাক্কায় মৃত্যু বাবার, চোখের জল মুছে মাধ্যমিক পরীক্ষায় বসেছে প্রিয়া

গ্লোবেল নিউজ ব্যুরোঃ সোনারপুর: আজ জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে সোনারপুরের বাসিন্দা প্রিয়া মণ্ডল। তার আগের রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রিয়ার বাবা সমীর মণ্ডলের। রাতে কাজ সেরে সাইকেলে চড়ে বাঁশতলার বাড়িতে ফিরছিলেন সমীর। বোসপুকুর মোড়ের কাছে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাবার মৃত্যুর পরেও ভেঙে পড়েনি কিশোরী প্রিয়া। বরং চোখের জল মুছে বাবার স্বপ্নপূরণের লক্ষ্যেই আজ মাধ্যমিক পরীক্ষায় বসেছে সে।

এম বি ফয়েজ/১৭etx-sonarpur-madhyamik-stud-580x395

Related posts