September 24, 2018

৭ খুনের ২বছর: বাদী পক্ষকে হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ (অডিও)

রফিকুল ইসলাম রফিক ও নাজমুল হোসেনঃ  ২৭ এপ্রিল নারায়নগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার দুই বছর পুর্তি। সাত খুনের ঘটনায় দায়ের করা দুইটি মামলাই এখন বিচারাধীন। এরই মধ্যে ৩০ জন স্বাক্ষির সাক্ষ্য গ্রহন ও জেলা সম্পন্ন হয়েছে। হতাশা প্রকাশ করে হুমকি ও হয়রানির অভিযোগ বাদী পক্ষের। নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট:

নিহত নজরুলের ভাই হতাশা প্রকাশ করেন আদালতের অভ্যন্তরে ও বাহিরে হুমকি ও হয়রানির অভিযোগ করে নিরাপত্তাহীনতার কথা জানান।
অডিওঃ আব্দুস সালাম — নিহত নজরুল ইসলামের ভাই।

 

মামলার ন্যায় বিচার প্রার্থনা করে নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিও হতাশা প্রকাশ করেন আদালতের অভ্যন্তরে ও বাহিরে হুমকি ও হয়রানির অভিযোগ করেন ।
অডিওঃ নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি 

স্বাক্ষীদের হুমকি ও প্রলোভনের কথা জানিয়ে বাদী পক্ষের আইনজীবি এডভোকেট সাখ্ওায়াত হোসেন বলেন, সাত হত্যার মামলার সাথে অনেক প্রভাবশালী ব্যাক্তি জড়িত থাকায় স্বাক্ষীরা ঠিক ভাবে স্বাক্ষ্য প্রদান করতে পারছে না।
অডিওঃ সাখাওয়াৎ হোসেন খান — বাদিপক্ষের আইনজীবি

রফিকুল ইসলাম রফিক
নারায়ণগঞ্জ।

Related posts