March 23, 2019

৭৬তম চট্টগ্রাম বন্দর বিশ্বের শীর্ষ ১০০টির তালিকায়

hচট্টগ্রাম বন্দর বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকায় ৭৬তম স্থান অধিকার করেছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নোত্তরে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।

নৌমন্ত্রী বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর ২০১৫ সালে ২০ লাখ ২৪ হাজার ২০৭ কন্টেইনার হ্যান্ডেলিং করে বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকায় ৮৭তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে ৭৬তম স্থান অধিকার করেছে। ২০১৬ সালে ১৬শতাংশ প্রবৃদ্ধিসহ ২৩ লাখ ৪৬ হাজার ৯০৯টি (টুইউইএস) কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দরটি। ফলে চলতি বছরে চট্টগ্রাম বন্দরের অবস্থান আরো উন্নতি হবে বলে আমি আশাবাদী।’

শাজাহান খান জানিয়েছেন, গত সাত বছরে চট্টগ্রাম বন্দর বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের মধ্যে ২২ ধাপ এগিয়েছে।

Related posts