April 21, 2019

৫ জুন শো-টাইম মিউজিকের নৌ-জলসা

হাকিকুর ইসলাম খোকনঃ  শো-টাইম মিউজিক এবার নৌ-জলসার আয়োজন করছে। আগামী ৫ জুন এই নৌ-জলসা অনুষ্টিত হবে। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা নৌ-ঘাট থেকে এদিন দুপুর ১২টায় নৌ-যান যাত্রা করবে। এই নৌ-যান ইষ্ট রিভার ঘুরে বেড়াবে।

এ সময় পরিবেশিত হবে দেশ-প্রবাসের ক›ঠশিল্পীদের সঙ্গীত। আরো থাকবে নাচ ও ফ্যাশন শো। নৌ-যান ম্যানহাটানের ডাউন টাউন,এলভিস আইল্যান্ড, স্টাচু অফ লিবার্টি প্রদক্ষিণ করবে।

নৌ-জলসায় সবশেষে থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র। এই নৌ- জলসায় চিত্তবিলাসীদের অংশগ্রহণ করতে আহবান জানিয়েছেন শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ২৭ মে ২০১৬

Related posts