September 26, 2018

৫৭টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করল ফরিদপুর জেলা প্রশাসন

ফরিদপুরের দুটি স্কুলের গণহিস্টিরিয়ায় আক্রান্ত শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় সদরের ৫৭টি উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব স্কুলে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মনদীপ ঘরাই জানান, গত ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি ও খলিলপুর উচ্চ বিদ্যালয় চলাকালীন ১০৩ জন শিক্ষার্থী শ্বাসকষ্টে (গণহিস্টিরিয়া) আক্রান্ত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে এ রোগে আক্রান্ত না হয় সে জন্য শনিবার জেলা সদরে অবস্থিত ৫৭টি স্কুলে ছুটি ঘোষণা করে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল জানান, ২৩ ও ২৪ জানুয়ারি এ দুদিন স্কুলগুলোতে পাঠদান বন্ধ থাকবে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts