March 24, 2019

৩য় সম্মেলনকে ঘিরে লেবাননে বিএনপি’র ব্যাপক প্রস্তুতি

untitled-1

বাবু সাহা,লেবাননঃ আগামী ৩০ অক্টোবর  রোজ রোববার লেবাননে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন শাখার ৩য় সম্মেলন।বৈরুতের হামরায় অবস্থিত ম্যাক্সিম সেন্টারে স্থানীয় সময় সকাল ১১.৩০ ঘটিকায় সম্মেলনের ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪.০০ অবধি ভোট গ্রহন চলবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন শাখার নির্বাচনে সভাপতি পদে দু’জন, সাধারন সম্পাদক পদে দু’জন ও সাংগঠনিক সম্পাদক পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে।নির্বাচনে ১৭টি শাখা কমিটির প্রায় ১৬০ জন কাউন্সিলর গোপন ব্যলট বক্সে তাদের মূল্যবান ভোট প্রদান করে আগামী দু’বছরের জন্য সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবে।এবারের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।প্রার্থীরা প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী জনসংযোগ চালিয়ে ভোটারদের কাছ থেকে ভোট আদায়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন শাখার সাধারন সভায় ২০১৪-২০১৬ বছরের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।পরবর্তীতে ২১ সেপ্টেম্বর সিপন মোল্লাকে প্রধান আহব্বায়ক ও নজরুল ইসলাম মজুমদারকে যুগ্ম আহব্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়।এই আহব্বায়ক কমিটি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বলে জানা গিয়েছে।প্রধান আহব্বায়ক সিপন মোল্লা দি গ্লোবালনিউজ২৪.কম কে জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের নির্বাচনে ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভাবে তাদের ভোট প্রদান করে নেতা নির্বাচন করতে পারে, সেই লক্ষ্যে আমরা সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করেছি।আমরা আশা করছি, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারব।ইতিমধ্যেই আমরা লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, লেবাননের সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সহ সকল মিডিয়াকে আমন্ত্রন জানিয়েছি।

এবারের নির্বাচনে সভাপতি পদে মফিজুল ইসলাম বাবু ও আমির হোসেন কলিম, সাধারন সম্পাদক পদে জাকির হুসেন ও মজিবর হক মজিব, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হাবিব ও হামিদুল ইসলাম শ্রাবন প্রতিদ্বন্দিতা করছে।

Related posts