January 24, 2019

২০ দলের বৈঠক শেষ!

পৌর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক

ঢাকা ডেস্কঃ পৌর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে তাঁর গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ২০ দলীয় জোট পৌর নির্বাচনে অংশ নেবে কি না পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ২০ দলীয় জোটের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন খালেদা জিয়া। এ বৈঠকে আগামী ৩০ ডিসেম্বর দেশজুড়ে আয়োজিত পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts