February 23, 2019

২টি প্রাইভেটকার ও মাদকসহ গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ  নারায়ণগঞ্জ শহরের গোগনগর থেকে দুইটি চোরাই প্রাইভেটকার, হেরোইন, ফেনসিডিল ও মাদক বিক্রির টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার সকালে নগরীর গোগনগর পূর্ব মসিনাবন্দ থেকে তাদের গ্রেফতার ও এসব মাদক উদ্ধার করা হয়।

দুপুরে নগরীর কালীর বাজার এলাকায় র‌্যাব-১১ এর সিপিসি-১ অফিসে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এ এস পি কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মামুনুর রশিদ ওরফে ভিপি মামুন তার স্ত্রী সামছুন্নাহার শান্তা ও সানি আলমকে গ্রেফতার করে। র‌্যাব সদস্যরা তাদের বসত ঘর থেকে ৫২ গ্রাম হেরোইন, ১শ’ বোতল ফেনসিডিল, ২ ক্যান বিয়ার, মাদক বিক্রির ৪৩ হাজার টাকা এবং গ্যারেজ থেকে ২ টি চোরাই প্রাইভেটকার উদ্ধার করে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানান।

এছাড়াও র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগর এর একটি জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রাজনকে ১টি খেলনা রিভলবার, কয়েকটি ধারালো অস্ত্র ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১২ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts