January 24, 2019

১৭০ টি সাইক্লোন আশ্রয়কেন্দ্র হস্তান্তর এ সপ্তাহে!

সৌদি আরব নির্মিত ১৭০ টি সাইক্লোন আশ্রয়কেন্দ্র এ সপ্তাহে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। আশ্রয়কেন্দ্র নির্মান প্রকল্পে অর্থায়ন করেছে বাদশাহ আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর হিউম্যানিটারিয়ান অ্যাক্টিভিটিজ। সংস্থাটির চেয়ারমেন প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ বাংলাদেশ সরকারের হাতে নির্মিত আশ্রয়কেন্দ্রগুলো হস্তান্তর করবেন।

এজন্য তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সোমবার। এ খবর দিয়েছে আরব নিউজ। সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসীহ আরব নিউজকে বলেছেন, এসব সাইক্লোন আশ্রয়কেন্দ্রগুলো চট্টগ্রাম, খুলনা, পটুয়াখালি ও ভোলার মতো উপকূলীয় শহরগুলোতে স্কুল ও মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হবে। সাইক্লোনের সময় এগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন জনগোষ্ঠীর জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, কেন্দ্রগুলোতে অনেক মানুষকে আশ্রয় দেয়ার মতো পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। এছাড়া, প্রাকৃতিক দূর্যোগে সম্ভাব্য আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সবরকমের সুবিধা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের মানুষের সহায়তায় সৌদি আরবের উদ্বেগ ও বিবেচনার জন্য সৌদি সরকারকে ধন্যবান জানান তিনি। প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে সিডরের সময় বাংলাদেশকে ত্রাণ তৎপরতায় সাহায্য করতে ১০ কোটি ডলার অনুদান দেয়া প্রথম দেশ ছিল সৌদি আরব।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts