September 23, 2018

১৫ মার্চ থেকে সকল স্কুল,কলেজ ও মাদ্রাসায় ধর্মঘট

389
শেখ হাসান বেলাল,কুষ্টিয়াঃ   বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি অষ্টম জাতীয় পে-স্কেলে স্বয়ংক্রিয়ভাবে অর্ন্তভূক্তির দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এনএস রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ রেজাউল করিমসহ স্থানীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দরা।

বক্তারা দাবী আদায় না হলে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৫ মার্চ থেকে সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় ধর্মঘট করার ঘোষনা দিয়েছেন। এছাড়াও ২৭ মার্চ ঢাকায় মহাসমাবেশ করার ঘোষনা দেন তারা।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts