February 22, 2019

১৫১ জন বাবাহীন মেয়েদের গণবিয়ে!

বাবাহীন মেয়েদের গণবিয়ে

দিল্লি ডেস্কঃ বলা হয়, বাবা যদি অসুস্থ হয়েও বেঁচে থাকে তাহলেও সংসারটা টিকে থাকে। আর যার বাবা না থাকে সেই বোঝে বাবা না থাকার কি যন্ত্রণা। বিশেষ করে সংসারের মেয়েদের তো দুর্ভোগের অন্ত থাকে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখনো পর্যন্ত ভারতীয় উপ-মহাদেশের মায়েরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি।

বাবা না থাকলে সংসারে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় বিবাহযোগ্য মেয়েরা। অনেক ছেলেই বাবাহীন মেয়েদের বিয়ে করতে সম্মত হন না। তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। তাহলো—এসব মেয়েকে বিয়ে করলে নাকি আবার বউয়ের সংসারের ঘানিও তার টানতে হয়; কিন্তু তাই বলে বাবাহীন মেয়েদের বিয়েই হবে না! সেটা ভাবা খুব একটা সমীচীন হবে না।

কারণ পৃথিবীতে হাজার হাজার খারাপ মানুষের মধ্যে ভাল মানুষও আছে। এরকমই একজন ভারতের আহমেদেবাদের সুরাটের ডায়ামন্ড ব্যবসায়ী। তিনি এগিয়ে আসলেন বাবাহীন মেয়েদের বিয়ে দিতে। গত রবিবার তার উদ্যোগে ১৫১ জন বাবাহীন মেয়ের গণবিয়ে অনুষ্ঠিত হয়। এসব মেয়ের বররাও খুশি এদের বিয়ে করতে পেরে। কারণ তারা তাদের মনের সংকীর্ণতা দূর করতে সক্ষম হয়েছেন। ফলে ভাগ্য খুলে গেছে ১৫১টি মেয়ের এবং তাদের পরিবারের।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts