February 23, 2019

১৪ তলা থেকে ঝাপ দিলেন জিৎ

১৪-তলা-থেকে-ঝাপ-দিলেন-জিৎ

এ রকমটাই তো হওয়ার কথা ছিল৷ রূপালি দুনিয়ায় সবই তো স্ক্রিপ্টেড৷ আর সেই স্ক্রিপ্ট অনুযায়ী অভিনেতা ঝাঁপ দিলেন এক বা দুই নয়, ১৪ তলা থেকে৷ এ শুনে তার ভক্তদের মনে হাজার একটা প্রশ্ন উঠতেই পারে৷ কিন্তু অভিনেতার নাম যখন জিৎ, তখন এটা অবাস্তব কিছু নয়৷ বরাবরই অকুতোভয় এ অভিনেতা এবার তার নতুন ছবির জন্য একটি শুটিং সিকুয়েন্সে ঝাপ দিলেন ১৪ তলা থেকে৷ তাও আবার কোনো রকম স্টান্টম্যান ছাড়াই৷
ছবির নাম বস টু৷ ববা যাদব পরিচালিত এ ছবির প্রিকুয়েল বস, এর আগে রূপালি পর্দায় সাড়া জাগিয়েছিল৷ তাই ফের একবার জিৎ-এর ওপর ভরসা করেই ময়দানে নেমে পড়েছেন পরিচালক৷ অ্যাকশন-রোমান্সে ভরপুর এ ছবিতে জিৎ-এর বিপরীতে রয়েছেন নুসরাত, শুভশ্রীসহ আরও অনেকেই৷
ছবির শুটিং এগিয়ে গেছে প্রায় অনেকটাই৷ সব ঠিক থাকলে এ ছবি মুক্তি পাবে এ বছর আগস্টে৷ ছবি আরো আগেই মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু শুটিংয়ের সময় চোঁট পাওয়ার কারণে ছবির কাজ পিছিয়ে পড়ে৷ তবে এখন সব ঠিকঠাক হয়ে ফের ছবির কাজ শেষের পথে৷ তবে একটা বিষয় না বললেই নয়৷ এ ছবিতে শুধু জিৎ নয়, তার সঙ্গে ১৪ তলা থেকে লাফ দিয়েছেন নুসরাতও৷ বলাই বাহুল্য, জমজমাট বস টু প্রত্যাশা কতটা বাড়িয়ে দিচ্ছে৷ তাই এবার শুধু কাউন্টডাউন শুরু ছবি মুক্তির৷

Related posts