March 19, 2019

‘১৩ জুলাই ইংল্যান্ড যাচ্ছে মুস্তাফিজ’

স্পোর্টস ডেস্ক: কাউন্টি লিগে অংশ নিতে চলতি মাসের ১৩ তারিখ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। ঠিক এমনটাই জানালেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে এতে শর্তও রয়েছে বলে জানান ইউনুস। বলেন, ‘বলেন ভিসা হাতে পেলেই ইংল্যান্ড যাবেন মুস্তাফিজ।’ জালাল ইউনুস আরো বলেন, ‘মুস্তাফিজের শারীরিক অবস্থা নিয়ে আমাদের মেডিকেল টিম পজিটিভ রিপোর্ট দিয়েছে। এখন অনুশীলনে সে ভালো করছে। আমরা তার উন্নতির ব্যাপারে আশাবাদী। ভিসা হাতে পেলেই কি না আগামী ১৩ জুলাই সে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে।’
প্রসঙ্গত, ১৩ জুলাই ইংল্যান্ডে পৌঁছতে পারলে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ টুর্নামেন্টে চারটি করে ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ। আগামী ১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে সাসেক্সের হয়ে অভিষেক হতে পারে কাটার মাস্টারের।

Related posts