September 22, 2018

১০ লাখেরও বেশি অভিবাসী ইউরোপে

চলতি বছর ইউরোপে অভিবাসীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, এ বছরের সংখ্যা গতবছরের চেয়ে ৪ গুণ। এর বেশিরভাগই সাগর পাড়ি দিয়ে এসেছে।

ইরাক, সিরিয়া ও আফগানিস্তান থেকে তুরস্ক হয়ে গ্রিসের মধ্য দিয়ে ইউরোপে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা ৮০ লাখেরও বেশি। অভিবাসন সংস্থার পরিসংখ্যান মতে, সমুদ্রপাড়ি দিয়ে আসার সময় ৩ হাজার ৬৯৫ অভিবাসী নিহত বা নিখোঁজ রয়েছে। বিবৃতিতে জানানো হয়, সর্বশেষ সোমবার অভিবাসীর সংখ্যা দাঁড়ায় ১০ লাখ ৫ হাজার ৫০৪ জন।

এর বেশিরভাগই গ্রিস, বুলগেরিয়া, ইতালি, স্পেন, মাল্টা এবং সাইপ্রাসে এসেছে। এর মধ্যে সিরিয়া থেকে আসে ৪ লাখ ৫৫ হাজার এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে আসে ১ লাখ ৮৬ হাজার। ইউরোপে যাওয়ার সময় নিহত ২ হাজার ৮৮৯ জনের সবাই সাগড়পাড়ি দিয়ে আসছিল। এছাড়া স্থলপথেও মৃত্যু হয় ৭০০ জনের। অভিবাসীদের নিবন্ধন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের নিজস্ব সূত্র থেকে এসব তথ্য সংগ্রহ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এর আগে জাতিসংঘ জানায় যে বিশ্বজুড়ে অভিবাসী সংখ্যা এখন ছয় কোটি।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts