September 24, 2018

হুয়াওয়ের ২০ মেগাপিক্সেল ক্যামেরার আকর্ষণীয় ফোন

aপ্রযুক্তি ডেস্ক::নতুন একটি ফোন আনতে যাচ্ছে হুয়াওয়ের সাব ব্র্যান্ড হনর। ফোনটির মডেল হনর ৯। সম্প্রতি এই ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এটি ১২ জুন বাজারে আসবে।

ফাঁস হওয়া তথ্যমতে, হনর ৯ ফোনটিতে ৫.২ ইঞ্চির ডিসপ্লে থাকছে। ফোনটির রিয়ারে দুইটি ক্যামেরা থাকছে। একটি ২০ মেগাপিক্সেলের। অন্যটি ১২ মেগাপিক্সেলের। ফোনটিতে হাইসিলিকন কিরিন ৯৬০ চিপসেট থাকছে। এটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম থাকবে। এতে ফুল এইচডি ডিসপ্লে থাকছে।

অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে হনরের নিজস্ব ইউজার ইন্টারফেস থাকছে।

Related posts