April 25, 2019

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ আটক ২ পরীক্ষার্থী!

524

মুজাহিদ মুয়াজ হাবিপ্রবিঃ    হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ  কঠোর নিরাপত্তায় ভর্তি পরীক্ষায় ডিভাইস সহ পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে। আজ সকালে এইউনিট এর পরীক্ষার সময় কক্ষ পরিদর্শক  দুজন পরীক্ষার্থীকে ডিভাইস সহ  হাতে নাতে ধরে ফেলে।

নির্ভরযোগ্য সুত্রেজানা গেছে আটককৃতদের নাম  জেরিম তাসনিম (২০) এবং শিমুল বিশ্বাস (২০)। আটক দুজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয় এবং জেরিম কে ১৫ দিন এবং শিমুল কে ৩০দিন কারাদণ্ড দেয় ভ্রাম্মমান আদালত।

যেকোনো  ধরনের ইলেকট্রনিক  ডিভা -ইস পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ হওয়া সত্তেও  উচ্চপ্রজুক্তির ইলেকট্রনিক ডিভাইস সহ তাদের আটক করা হয়। বিশ্ববিদালয়ের প্রক্টর ড. এটিম সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts