February 20, 2019

হরর ছবিকে ভয় পান, তাই আলিয়ার না

ডেস্ক রিপোর্টঃ  অভিনেত্রী হিসেবে বিভিন্ন ধরনের ছবিতে কাজ করতে চান আলিয়া ভাট। কিন্তু একটি বিষয়টি তিনি এড়িয়ে যেতে চান। সেটি হলো, হরর ছবি। আলিয়ার নিজের স্বীকারোক্তি, অন্ধকারকে ভয় পান তিনি।

স্মৃতিচারণ করতে গিয়ে আলিয়া বলেন, একটি বাগানে একবার আমার জন্মদিনের পার্টি হচ্ছিল। আমি চেয়েছিলাম সেখানে গডজিলা আসুক। কিন্তু গডজিলা আসার পর আমি ভয়ে আমার মায়ের কোলে উঠে যাই এবং পুরোটা সময় কাঁদতে থাকি। গডজিলাটি অনেক বড় ছিল এবং আমি অনেক ভয় পেয়েছিলাম।

তিনি বলেন, আমি হরর ছবির বিষয়ে চিন্তা করেছি। কিন্তু এসব ছবিতে বেশি কাজ করতে চাই না।

হরর ছবিতে আলিয়ার অভিনয়ে থাকলেও মজার ব্যাপার হলো ভাট পরিবার এই ধরনের ছবি নির্মাণে বেশ পরিচিত, বিশেষ করে ‘রাজ’ সিরিজগুলোর জন্য।

আলিয়া বলেন, আমি এখনই হরর ছবিতে কাজ করতে চাই না। কেননা, আমি চাই না বাচ্চারা আমাকে সেভাবে দেখুক। আমি আমার মতো করে বাচ্চাদের সামনে আসতে চাই। আমার থেকে কোনো ভয় পাক সেটি চাই না। খবর: ডিএনএ।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/২৪ মে ২০১৬

Related posts