September 23, 2018

সৗদি আরবে ইরানি কূটনীতিকের মরদেহ শনাক্ত

সৗদি আরবে ইরানি কূটনীতিকের মরদেহ শনাক্ত

ইন্টারন্যাশনাল ডেস্কঃ গত সেপ্টেম্বরে পবিত্র হজ অনুষ্ঠানের সময় মিনায় নিখোঁজ এক ইরানি কূটনীতিকের মরদেহ শনাক্ত করেছে কর্তৃপক্ষ। লেবানানে ইরানের সাবেক এই রাষ্ট্রদূতের নাম গাজানফার রোকনাবাদি (৪৯)। নিখোঁজের পর তিনি অপহৃত হয়েছেন বলে ধারণা করা হচ্ছিলো।

ডিএনএ টেস্টের মাধ্যমে তার মরদেহ শনাক্ত করা হয় বলে বুধবার (২৫ নভেম্বর) এক খবরে জানিয়েছে ইরানি সংবাদসংস্থা আইএসএনএ। তবে কবে ও কিভাবে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি খবরে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজানফার রোকনাবাদির ভাই মোর্তজা বলেছেন, আমার ভাইয়েরা সৌদি আরব গেছেন। রোকনাবাদির দেহ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফিরিয়ে আনা হবে।

পবিত্র হজ অনুষ্ঠানের সময় সৌদি আরবের মিনায় প“লিতের ঘটনায় দুই হাজার দুইশজনেরও বেশি হাজির মৃত্যু হয়। এদের মধ্যে ৪৬৪ জন ইরানের নাগরিক।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts