November 20, 2018

স্যামসাং গ্যালাক্সি এস৮ আসছে ২৯ মার্চ

hদক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং আগামী ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৮ উন্মোচন করবে। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরুর আগে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়।

একইসঙ্গে প্রতিষ্ঠানটি একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে ফোনটিতে এজ-টু-এজ ডিসপ্লে থাকবে। এ ছাড়া ধারণা করা হচ্ছে, এস৮ এবং এস৮ প্লাসে আইপি৬৮ ধুলাবালি এবং পানিরোধী হবে। পাশাপাশি হ্যান্ডসেটটিতে নতুন ভার্চুয়াল সহকারী বিক্সবি থাকতে পারে।

এ ছাড়া ফোনের স্পেসিফিকেশনে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকার থাকার কথা রয়েছে।

Related posts