January 20, 2019

স্যামসাংয়ের নতুন দুটি আকর্ষণীয় ফোনের তথ্য ফাঁস

fপ্রযুক্তি ডেস্ক::বাজারে নতুন দুইটি ফোন আনতে কাজ করছে স্যামসাং। ফোন দুইটি হলো জে৫ এবং জে৭ এর ২০১৭ এডিশন। সম্প্রতি এই ফোন দুইটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টিউইকারস জানিয়েছে, স্যামসাংয়ে নতুন ফোন দুইটি হবে মেটালিক ডিজাইনে তৈরি। এগুলো অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও হোমবাটন থাকছে।স্যামসাংয়ের নতুন ফোন দুইটির রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেলের।

গ্যালাক্সি জে৫ ২০১৭ এডিশনের ফোনে ৫.২ ইঞ্চির এইচডি অ্যামোলিড ডিসপ্লে থাকছে। এতে ব্যবহার করা হবে ১.৪ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। এতে থাকছে ২ জিবি র‌্যাম। বিল্টইন মেমোরি ১৬ জিবির। ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

গ্যালাক্সি জে৭ ২০১৭ এডিশনের ফোনে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে ব্যবহার করা হবে। ১.৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর থাকবে। ফোনটিতে ৩ জিবি র‌্যাম ব্যবহার করা হবে। এর বিল্টইন মেমোরি ১৬ জিবির। ব্যাটারি ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

তবে ফোন দুইটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

Related posts