March 23, 2019

স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান ।

বার্মার মুসলমানদের উপরে হিংস্র বৌদ্ধদের বর্বর গণহত্যার প্রতিবাদে বৃটেনে সর্বদলীয় উলামা মাশায়েকদের বিশাল সমাবেশ ।img_20161202_203320

স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান ।

বিশ্বব্যাপী বার্মার মাছসহ সকল পণ্য বর্জনের ডাক।

বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার দাবি ।

বার্মার মুসলমানদের চিকিত্‍সা খাদ্য বস্ত্র বাসস্হানের খরচ বহন করার ঘোষণা ব্রিটিশ বাংলাদেশী মুসলমানদের ।

মুহাম্মদ নূরে আলম লন্ডন থেকে ।

বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকে’র উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, আরাকানের মুসলমানরা আমাদের ভাই ও মুসলিম প্রতিবেশী । এই নির্যাতিত মুসলমান ভাইদের রক্ষা করা আমাদের অবশ্য কর্তব্য । স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান । সমাবেশে বৃটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও কমিউনিটি নেতৃবৃন্দ ঘোষণা করেন, বিশ্বব্যাপী বার্মার মাছসহ সকল পণ্য বর্জনের ডাক। বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার দাবি । বার্মার মুসলমানদের চিকিত্‍সা খাদ্য বস্ত্র বাসস্হানের খরচ বহন করার ঘোষণা ব্রিটিশ বাংলাদেশী মুসলমানদের ।img_20161202_201202

বাংলাদেশী মুসলিমস ইউকে’র সভাপতি মাওলানা একে মওদুদ হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বৃটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

লন্ডনের ওয়াটার লিলি গ্রান্ড হলে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সভায় ঈমান দায়িত্ব হিসেবে বার্মার মুসলমানদের পাশে দাঁড়ানো আহবান জানানো হয়।

 

বাংলাদেশী মসলিমস ইউকের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই খান ও মওলানা এফ কে শাহজাহান এবং শীর্ষ কমিটির অন্যতম নেতা মাওলানা শাহ মিজানুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, ইস্ট লন্ডন মসজিদের খতীব শায়খ আবদুল কাইয়ূম, সমকালীন মুসলিম বুদ্ধিজীবী ড. কামরুল হাসান, সাংবাদিক মুসফিকুল ফজল আনসারী, ব্যারিস্টটার নাজির আহমদ, কাউন্সিল অব মস্কস এর সভাপতি হাফিজ মাওলানা শামছুল হক, ইউকে বিএনপির সভাপতি এম এ মালেক,হেফাজতে ইসলাম ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন, দাওয়াতুল ইসলামের আমীর হাফিজ মাওলানা আবু সাঈদ, ড. শোয়েব হাসান, প্রবীন আলেমেদ্বীন মাওলানা জমশেদ আলী, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, দাওয়াতুল ইসলামের সাবেক আমীর মাওলানা এ কে মওদুদ হাসান, জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, শিক্ষাবিদ ড. হাসনাত হোসেন, আল আকসা মসজিদের খতীব মাওলানা ছাদিকুর রহমান, মাজাহিরুল উলুম লন্ডন এর প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান মাদানী, বাংলাদেশ সলিডারিটি ফোরামের কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল হাসনাত চৌধুরী, মাওলানা আব্দুর রহমান মাদানী, মাওলানা শফিকুর রহমান, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা শামীম আহমদ প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার বদরে আলম দিদার, মাওলানা আব্দুল মুমিন চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম, কমিউনিটি নেতা হাসনাত চৌধুরী, মানবাধিকার সংগঠক ফরিদুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ নূরে আলম বরষণ, সাংবাদিক মাহবুব আলী খানশূর, মুহম্মদ সাইদ বাকী, মুহম্মদ মহিবুল্লাহ, মুহম্মদ আদিল মিয়া, আইনজীবি ডলার বিশ্বাস,জাকির হুসেইন, কাওসার আহমেদ,শুয়াইবুর রহমান লায়েক,জিলানী চৌধুরী,আব্দুল মুমিন, শিক্ষক সাইফুর রহমান পারভেজ, আজিম ইভান, এ এইচ এম রায়হান,তরিকুল ইসলাম,ফখরুল ইসলাম চৌধুরী,মনির হুসেইন প্রমুখ ।

Related posts