December 11, 2018

স্টেডিয়ামে মায়ের সাথে যা করলেন নাসির

নাসির

ফিনিশার নাসির হোসেনের কৌতূহল সম্পর্কে সবারই জানা থাকার কথা। মায়ের সাথে ঘটনার মধ্যে দিয়ে এবার খবরের শিরোনাম হয়েছেন মিস্টার ফিনিসার নাসির হোসেন। সিলেটের বিপক্ষে জয় পায় নাসির হোসেনের ঢাকা ডিনামাইটস। নাসির ছিলেন মাঠে আর গ্যালারিতে ছিলেন নাসির হোসেনের মা। ঢাকা সিলেটের বিপক্ষে ৩৪ রানে জয় পায়। এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে নাসিরের। জয় নিশ্চিত হওয়ার পর নাসির ছুটে আসেন মায়ের কাছে। সেখানে গিয়ে কতক্ষণ কথা বললেন তার মায়ের সাথে। বেশ দুষ্টুমি করেন তখনও। সে পর্ব শেষে মায়ের আদর নিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন নাসির হোসেন। মায়ের খুবই চেনা নাসিরকে মিরপুরের ক্রিকেট গ্রাউন্ডে একই স্বভাবে দেখলেন তার মা।

Related posts