March 22, 2019

সোহমের বাহুডোরে বিদ্যাসিনহা মিম?

মিমের সাথে প্রেম করেছেন সোহম

ডেস্ক রিপোর্টঃ জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বহু তরুণের হৃদস্পন্দন। অনূঢ়া মিমকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক সোহমের বাহুডোরে দেখলে কার না কষ্ট লাগে। সোহম ইতোমধ্যেই সাত পাকে বাঁধা পড়েছেন।

তবে এ খবরে হৃদয় ভাঙার প্রয়োজন নেই।

এটি ছবির দৃশ্য।

‘ব্ল্যাক’ ছবিতে মিমের সাথে প্রেম করেছেন সোহম। কখনও পার্ক, কখনও শপিং মলে সোহম এবং মিমের প্রেমকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক রাজা চন্দ্র।

সেই গল্পই দেখা যাবে বড় পর্দায়। আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পাবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত ছবি ‘ব্ল্যাক’।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts