April 26, 2019

সৈয়দপুরে জামায়াতের আমীর গ্রেফতার

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জামায়াতের আমীর আনিছুর রহমান মন্টুকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে  ইউনিয়নের পোড়ারহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ মতে, বাংলাদেশে আইএস ঘাটি গড়ে তুলছে। দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের কিছু সক্রিয় নেতাকর্মী ও সদস্য আইএসে নাম লিখিয়েছে বলে পুলিশ ও গোয়েন্দাদের কাছে অভিযোগ রয়েছে। এমন একটি অভিযোগেই সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জামায়াতের আমির আনিছুর রহমান মন্টুকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

প্রাথমিকভাবে তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জঙ্গি সংগঠন আই এসের সাথে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৬ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts