February 23, 2019

সূর্যকে ঘিরে সেই অদ্ভুত বলয় কি রংধনু!

aপ্রযুক্তি ডেস্ক::

ঈদুল ফিতরের দিন সূর্যকে ঘিরে আকাশে যে অদ্ভুত বলয় তৈরি হয়েছিল তাকে রংধুনই বলছে আবহাওয়া অধিদপ্তর। আকাশে মেঘ থাকার কারণেই সূর্যকে ঘিরে এমন বলয় বলে দাবি তাদের।

অদ্ভুত সেই বলয়ের আলোকচিত্র প্রকাশের পর আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান বলেন, আকাশে মেঘ থাকলে রংধনু সৃষ্টি হয়।

সূর্য হেলানো অবস্থায় থাকাকালে আমরা উল্টো দিকে রংধুন দেখতে অভ্যস্ত। তখন অর্ধবৃত্ত রংধনুই দেখা যায়, পুরোটা চোখে পড়ে না। কিন্তু সোমবার মধ্য আকাশে থাকাকালে সূর্যকে ঘিরে বৃত্তাকার বলয় তৈরি হয়। ওই বলয় বস্তুত বৃত্তাকার রংধনু। আজ সোমবার ঈদুল ফিতরের নামাজের পর মানুষ যখন ঈদ উদযাপনের আনন্দে মত্ত, ঠিক তখনই মধ্য আকাশের দিকে ছুটতে থাকা সূর্যকে ঘিরে এমন বলয় তৈরি হয়। এ নিয়ে জনমনে তৈরি হয় নানা জল্পনা।

Related posts