November 16, 2018

সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান, বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার হোসেইন দেহ্‌কান বলেছেন, সুপারসনিক বা শব্দ অপেক্ষা দ্রুতগতি সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান। অদূর ভবিষ্যতে নৌবাহিনীর ব্যবহার উপযোগী এ ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে বলে জানান তিনি।

তেহরানে আজ(রোববার) ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম টার্বোজেট ইঞ্জিন উন্মোচন অনুষ্ঠানে এ ঘোষণা দেন দেহ্‌কান। বিমানে ব্যবহার করা হবে এ ইঞ্জিন।

তিনি আরো বলেন, নৌবাহিনীর ব্যবহার উপযোগী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা অনেক বাড়ানো হয়েছে। জাহাজ বিধ্বংসী এবং ভূমিতে আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০ কিলোমিটার বলে জানান তিনি।

নৌবাহিনীর ব্যবহার উপযোগী সব ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ এমনকি তিন গুণ বাড়ানোর সফল পদক্ষেপ নিয়েছে ইরান। এ ছাড়া, এ জাতীয় ক্ষেপণাস্ত্রকে বহুমুখী ব্যবহারের উপযোগী করা হয়েছে।পার্সটুডে

Related posts