March 24, 2019

সুন্দর নগরী গড়তে হিউম্যান রাইটসের সহযোগিতা প্রয়োজন—মেয়র নাছির উদ্দীন

181

হাসান মুকুলঃ  চট্টগ্রাম সিটি কর্পেরেশনের মেযর আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রামকে সুন্দর নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সামাজিক ও মানবাধিকার সংগঠনকে এগিয়ে আসতে হবে। নগর বাসীকে সচেতন করতে হিউম্যান রাইটস ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছ তার জন্য ধন্যবাদ জানান তিনি।

মেয়র বলেন, চট্টগ্রাম যে সুন্দয্য রয়েছে তা ফুটে তুলতেও পারলে একদিন এ চট্টগ্রাম বিশ্বের অন্যতম নগরী হয়ে উঠবে। ন্যাশনাল এনভায়রণমেন্ট এণ্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আজ ১৮ জানুয়ারি দুপুরে নগরীকে পরিস্কার রাখার বিষযে সচেতন মূলক পোষ্টার উন্মুক্ত করণ উদ্বোধন ও সাক্ষাত করবেন। এ সময় মেয়র বলেন সুন্দর নগরী গড়ার কাজ শুরু হয়েছে এই কাজে আপনাদের সহযোগিতা আরো অনেক দূর এগিয়ে যাবে।

এসময় ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ, অধ্যক্ষ মুহাম্মদ এনামুর রশিদ চৌধুরী, হাজী মোঃ শাফি, আনিস আহম্মদ খোকন, আব্দুল করিম, মোঃ হারুনুর রশিদ, জসিম উদ্দীন চৌধুরী, আবদুল্লাহ, জানে আলম, আতাউল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সংগঠনের পক্ষ থেকে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts