March 22, 2019

সুন্দরীমঞ্চের ভ্রান্তিবিলাস নিয়ে সরব ‘অপমানিত’ মিস কলম্বিয়া

yyyy

মুহূর্তের ভুল৷ আর তাতেই বদল বিশ্বসুন্দরী৷ এবারে মিস ওয়ার্ল্ডের আসরে ঘটেছিল এমনটাই৷ ঘোষকের ভুলে সেরা সুন্দরীর শিরোপা উঠেছিল মিস কলম্বিয়ার মাথায়৷ কিন্তু ভুল শুধরে তা পাকাপাকি যায় মিস ফিলিপাইনসের মাথায়৷ সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন মিস কলম্বিয়া আরিয়াদনা গুতিরেজ৷ ক্ষোভ উগরে দিয়ে বললেন, শুধু তাঁর নয়, সারা দেশের কাছেই এ ঘটনা অপমানের৷

গণ্ডগোল বাধান ঘোষক হার্ভে৷ সেরা সুন্দরীর নাম ঘোষণা করতে গিয়ে তিনি মিস কলম্বিয়ার নামই বলেন৷ সেইমতো তাঁর মাথায় পরিয়ে দেওয়া মিস ইউনিভার্সের মুকুট৷ দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ততোক্ষণে উপস্থিত দর্শকদের হাত নেড়ে ধন্যবাদও জানিয়ে ফেলেছিলেন গুতিরেজ৷ তখনই ঘোষক বোঝেন বড় ভুল হয়ে গিয়েছে৷ সংশোধন করে তিনি মিস ফিলিপাইনসের নাম বলেন৷ কিছুক্ষণ যেন কিংকর্তব্যবমূঢ় হয়ে পড়েন সকলেই৷ কিন্তু নিয়ম মেনেই গুতিরেজের মাথার মুকুট খুলে নেওয়া হয়৷ পরিয়ে দেওয়া হয় মিস ফিলিপাইনসের মাথায়৷

প্রথমে হাসিমুখে জীবনের এই ঘটনা মেনে নিলেও, পরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় গুতিরেজকে৷ পরে অবশ্য তিনি জানিয়েছেন, ২ মিনিটের জন্য হলেও তিনি যে তাঁর দেশকে সেরার আনন্দ দিতে পেরেছিলেন, সেটাই তাঁর কাছে বড় পাওনা৷ এতদিনে এ বিষয়ে ক্ষোভ উগরালেন৷ জানালেন, এই একটা ভুল শুধু তাঁর অপমান নয়, তাঁর দেশ ও জাতির কাছেও অস্বস্তিকর এবং অপমানজনক৷

যে কোনও প্রতিযোগিতার দ্বিতীয় স্থানাধিকারীকে তেমন কেউ মনেরাখেন না৷ গুতিরেজ নিঃসন্দেহে ব্যতিক্রম হয়ে থেকে গেলেন৷ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবারে অন্তত প্রথম জনের থেকে দ্বিতীয়জনই প্রচারের আলো ছিনিয়ে নিয়ে গেলেন৷ পাকাপাকি মিস ইউনিভার্সের থেকেও বেশী চর্চায় থাকলেন ২ মিনিটের মিস ইউনিভার্সই৷

Related posts