February 16, 2019

সী-গাল পয়েন্টে নিখোঁজ সুদীপ্তর সন্ধান মেলেনি

aঢাকা::ঈদের পরদিন মঙ্গলবার সকালে কক্সবাজারের সী-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ ১৭ বছর বয়সী সুদীপ্ত দের কোনো সন্ধান আজ বুধবার দুপুর পর্যন্ত মেলেনি। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার হোসাইন রায়হান কাজেমী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সুদীপ্তকে খুঁজতে মঙ্গলবার বিকেল থেকে অভিযান চালাচ্ছে নৌ বাহিনীর একটি ডুবরি দল। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও স্থানীয় জেলেরাও তল্লাশিতে অংশ নিচ্ছেন।

ঢাকার সূত্রাপুরের খোকন দের ছেলে সুদীপ্ত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করে। ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিল সে।

Related posts