February 22, 2019

সীমান্তে যুদ্ধের দামামা, ফের গোলাগুলি পাক-ভারত সেনার

সীমান্তে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ঘরছাড়া সীমান্ত এলাকার গ্রামবাসীরা। পাক হামলার আশঙ্কায় রাতভর জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামগুলি খালি করল প্রশাসন। সাম্বা, আরএস পুরায় এখনো স্থানীয় বাসিন্দাদের সরানোর কাজ চলছে।

নিয়ন্ত্রণ রেখা অশান্ত হয়ে উঠলেও সীমান্ত পেরিয়ে বাসযাত্রা চালু রয়েছে। শুক্রবাও সকালে দিল্লির আম্বেদকর টার্মিনাল থেকে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাস। অনেকেই বলছেন, ভয়ের কিছু তো হয়নি। সবই লোক দেখানো। ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা এমন দাবি ভারতীয় সেনাবাহিনীর। তবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় বাহিনীর এমন দাবি নাকচ করে দিয়ে পাল্টা অভিযোগ করেছে।

ভারতীয় বাহিনীর দাবি, গত রাতে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় তারা। জবাব দেন ভারতীয় সেনারাও। তবে হতাহতের কোনো খবর নেই।-জিনিউজ

Related posts