April 23, 2019

সিলেটের দাসপাড়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

20150315103648_fffff
আবুল কাশেম রুমন, সিলেট : সিলেট শহরতলীর দাসপাড়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সিলেট-জাফলং সড়কের দাসপাড়ায় ২৭ নভেম্বর রোববার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক আব্দুল মুহিতকে (৩০) ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুল মুহিত সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা ইউনিয়নের ছৈলা গ্রামের চেরাগ আলীর পুত্র। জানা যায়, হরিপুর থেকে সিলেট আসার পথে সিএনজি অটোরিক্সা (নম্বর সিলেট থ ১১-৯৭৬৪) এর সাথে জাফলংমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক ভাবে ট্রাকের নম্বর জানা যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

Related posts