November 19, 2018

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

hসিরাজগঞ্জের কামারখন্দে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার কোনাগাতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি দাউদ হাসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে পাবনাগামী নাইটস্টার পরিবহনের একটি বাস মহাসড়কের ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাস-ট্রাকের দুই চালক এবং দুই বাসযাত্রীসহ চারজন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সেতুর দুপাশে শত শত বাস-ট্রাক, কাভার্ড ভ্যান আটকে পড়ে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Related posts