February 17, 2019

নারায়ণগঞ্জে হেফাজত নেতা আল্লামা শফি!

রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ  সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদরাসায় হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা আহম্মদ শফি হুজুরের আগমন। মাদানীনগর কওমী মাদরাসার ১১০ জন ছাত্র খাতেমুন বোকখরী পরীক্ষায় উত্তির্ণ হওয়া উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ গ্রহন করতে রবিবার (১৭ এপ্রিল) দুপুর ১ টায় সারা দেশে আলোচিত হেফাজত নেতা শফি হুজুরের এ আগমন।

কোন ধরনের প্রচারনা ছাড়াই শফি হুজুরের আগমনের খবর পেয়ে স্থানীয় প্রশাসন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ও গণমাধ্যম কর্মীরা ছুটে যায় মাদানীনগর মাদরাসায়। তার আগমনের কারণ জানতে চাইলে,মাদরাসা কর্তৃপক্ষ জানায় এটা কোন দলীয় বা রাজনৈতিক আগমন নয়।

শুধু দোয়া মাহফিলে অংশ গ্রহন করতেই তিনি এ সফরে এসেছেন। দোয়া মাহফিল শেষে কওমী মাদরাসা সংক্রান্ত অভ্যন্তরিন বিষয়ে আলোচনার পর বিকেল ৫ টায় তিনি চলে যান। তবে শফি হুজুর গণমাধ্যম কর্মীদের সামনে কোন মন্তব্য করেননি।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৭ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts