March 22, 2019

সিদ্দিকুরের নতুন লক্ষ্য

43চট্টগ্রামের ভাটিয়ারীতে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে আমেরিকান এক্সপ্রেস চট্টগ্রাম ওপেন গলফ। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের শীর্ষ গলফারসহ মোট ১২৬ জন অংশ নেবেন এ প্রতিযোগিতায়।

এবারের আসরের প্রাইজমানি ৫০ লাখ টাকা। এ আসরের টাইটেল স্পন্সর সিটি ব্যাংক এবং বিএসআরএম, এলিট পেইন্ট ও পেড্রোলোকে কো-স্পন্সর।

দেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান মুখিয়ে আছেন চট্টগ্রাম ওপেনের জন্য। তিনি বলেন, ”ভাটিয়ারীতে খেলার জন্য মুখিয়ে আছি আমি। প্র্যাকটিস শেষ করেই ফিরেছি।”

এর আগে, ভারত ও অস্ট্রেলিয়ায় দু’টি আসরে ভালো করতে না পারলেও সিদ্দিকুর এবার আশাবাদী, ”পিঠের ব্যথায় ভুগেছি বেশ, তাই আগের দু’টি আসরে ফল ভালো হয়নি। তবে চট্টগ্রাম ওপেন নিয়ে আমি আশাবাদী। নতুন কোচের অধীনে আমার টেকনিক, কৌশলে কিছু পরিবর্তন এসেছে, আগামী জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। তবে নিজের স্বাভাবিক খেলা খেলে যেতে পারলে অন্যদের চেয়ে ১০ স্ট্রোকে এগিয়ে থাকব। এই মুহূর্তে আমি যে অবস্থায় আছি তাতে সহজেই চট্টগ্রাম ওপেন জিততে পারি।”

দুইবারের এশিয়ান ট্যুর জয়ী এই দেশি গলফার পেশাদার হওয়ার পর প্রথমবারের মতো ভাটিয়ারী গলফ কোর্সে খেলতে যাচ্ছেন।

Related posts