March 24, 2019

সিকান্দার বক্সের ভূমিকায় সাকিব (ভিডিও)

সিকান্দার বক্সের ভূমিকায় সাকিব

স্পোর্টস ডেস্ক : জনপ্রিয় টিভি নাটক সিকান্দার বক্স! সেই নাটকের একটি খণ্ড অংশে সিকান্দার বক্স চরিত্রে অভিনয় করেন বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান । তার সাথে ছিলেন সিকান্দার বক্সের স্ত্রী’র চরিত্রে অভিনয় করা আরেক জনপ্রিয় অভিনেত্রী শখ!

সিকান্দার বক্স এর দেশ সেরা সংলাপটি বলেন, আমার এতো আবেগ ক্যারে।

এসময় শখ বলেন, কিন্তু তুমি কান্নস ক্যারে, সিকান্দার প্লিস কান্না করো না। ভেতরে চল তোমাকে আমি সব বান্দরবনের কাহিনী খুলে বলবো।

শখ মুখের এই সংলাপ শুনে রীতিমত হেসে উঠেন সাকিব। ঈদ আড্ডায় সেই অনুষ্ঠানে সকলেই সাকিবের অভিনয়ের প্রসংশা করেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

Related posts