March 20, 2019

সাবেক সংসদ মজিবর রহমান আর নেই

587
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট-২’র সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মজিবর রহমান ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের টানা ৭ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

তার ছোট ভাই আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, তার ভাইয়ের মরদেহ বিকেলের মধ্যে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিজ এলাকায় পৌঁছাতে পারে।

এরপর আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তবে সময় ও দাফনের স্থান (কবর) পরে জানানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, তার বড় ভাইয়ের মেজ ছেলে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, ছোট ছেলে ব্যারিস্টার ফাহমিদ সরওয়ার ও বড় ছেলে মোস্তাক জামান বাবলু একজন সফল ব্যবসায়ী। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts