April 22, 2019

সানি লিওনিওনের কাছে হারলেন সালমান

sunny-leone

আবারও অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ভারতীয়ের খেতাব পেলেন সানি লিওনি। সার্চ ইঞ্জিন গুগলে সালমান খানের চেয়েও খোঁজা হয়েছে সাবেক এই পর্ন তারকাকে।

গুগল বলছে, গত বছরের মতো এ বছরও ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহের শীর্ষে ছিলেন সানি। তাকে ডিঙাতে পারেননি সালমান খান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খবরটা ভক্তদের নিজেই টুইট করে জানান ইন্দো কানাডীয় এই অভিনেত্রী। তিনি লেখেন, “ওহ ঈশ্বর! ভারতীয়দের অনেক ধন্যবাদ! সবার প্রতি রইলো অনেক ভালোবাসা। ভাবতেও পারিনি গুগল অনুসন্ধানে আবারো প্রথম হবো আমি!”

চলতি বছর দুটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েও সানিকে পেছনে ফেলতে পারেননি সালমান খান। তিনি আছেন তালিকার দ্বিতীয় স্থানে। ২০১৪ সালে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠাঁই হয়েছে দশমে।

চলতি বছর জুলাইয়ে মারা যাওয়া ডক্টর এপিজে আব্দুল কালাম আছেন তালিকার তিন নম্বরে। র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিং এবং দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল সেরা দশে জায়গা করে নিয়েছেন এবার। এছাড়া আছেন অভিনেত্রী আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ।

Related posts