March 23, 2019

সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

zakir p
তোফায়েল হোসেন জাকির, স্টাফ রিপোর্টার ॥ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শেখ ফরিদ মিয়া (২৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। সে জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোচিং শিক্ষক ও খোর্দ্দ রসুলপুর গ্রামের মোত্তালেম মিয়ার ছেলে। বহস্পতিবার সকালে গাইবান্ধা-মাদারগঞ্জ সড়কের সাদুল্যাপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, নিহত শেখ ফরিদ মিয়া সকাল নয়টার দিকে প্রয়োজনীয় কাজে মোটরসাইকেল যোগে গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিলেন। উল্লেখিত স্থানে পৌঁছিলে অপর একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই দুপুর ১২টার দিকে মারা যায়। জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

Related posts