November 13, 2018

সাদুল্যাপুরে বিদ্যুত স্পৃষ্টে নিহত স্বজনকে নগদ অর্থ প্রদান

zakir p2 (2)
স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে পল্লী বিদ্যুতের ভাঙ্গা খুটির ঝুলন্ত তারে জড়িয়ে মাজেদা বেগম (৪৫) নামের এক গৃহবধু নিহত হওয়ার ঘটনায় নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল মাজেদা বেগমের ছেলের হাতে নিজ উদ্যোগে ১০ হাজার টাকা প্রদান করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন।
প্রসঙ্গত: গত সোমবার উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের মৃত বিলু খাঁ এর স্ত্রী মাজেদা বেগম গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পার্শে¦র সোলাগাড়ী বিলে যায়। এ স্থানে পল্লী বিদ্যুতের ভাঙ্গা খুটির তারগুলো নিচে হেলে পড়া অবস্থায় ছিল। অসাবধান বসত ওই তারের স্পৃষ্ঠে মাজেদা বেগমের মৃত্যু হয়।

Related posts