February 23, 2019

সাদুল্যাপুরে বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও পুরুস্কার বিতরণ

za 3
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অত্র বিদ্যালয়ের শ্রেণি কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন সরকার। za 2এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনজুয়ারা বেগম গোলেনুর, শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, প্রধান শিক্ষিকা মাহাবুবা বেগম, ডাঃ সোহরাফ হোসেন, সহকারী শিক্ষক নাজমুল হক মন্ডল, অলিউর রহমান ফারাজী মিলন, আয়শা সিদ্দিকা খানম, সাংবাদিক মাসুদ মো. আনোয়ার হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি তোফায়েল হোসেন জাকির, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন, মোজাম্মেল হক, অভিভাবক মাওঃ ফয়জার রহমান ও জাহানুর বেগম। সমাবেশে বক্তাগণ বিদ্যালয়ের গুণগত শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

Related posts