February 21, 2019

সাদুল্যাপুরে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

94

স্টাফ রিপোর্টার গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুরে পুকুরের পানিতে পড়ে ডাঃ মুজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জামালপুর ইউনিয়নের চক শালাইপুর গ্রামের পারিবারীক পুকুরে পড়ে তিনি মারা যান। মুজিবর রহমান ওই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ডাঃ মুজিবর রহমান বার্ধ্যক্য জনিত কারণে কোনমতে চলাফেরা করছিল। সোবমবার সকালে বাড়ির ভিতরে তাকে দেখতে না পাওয়া খোঁজা-খুঁজি করা হয়। এক পর্যায়ে পারিবারীক পুকুরে তার ভাসমান মৃতদেহ দেখতে পাওয়া যায়। অসাবধান বশত পানিতে পড়ে মারা গেছে বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।

Related posts