September 21, 2018

সাদুল্যাপুরে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনি

vv v
তোফায়েল হোসেন জাকির, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাদুল্যাপুরে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নলডাঙ্গার মান্দুয়ারপাড়া প্রগতি সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের আয়োজনে গতকাল ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাপণীতে পুরুস্কার বিতরণে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়ন, সুরুজ্জামান মহুরী, রতন মিয়া, লুৎফর রহমান মোন্নাফ ও মনজিল প্রমূখ। খেলায় সুন্দরগঞ্জের ধনিয়ারকুড়া স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন ও সততা জুনিয়র স্পোটিং ক্লাব রানার্সআপ এবং দেবত্তর ক্রিকেট একাদ্বশ তৃতীয় স্থান অধিকার করেন । এর আগে ২৮ ডিসেম্বর এ খেলায় উদ্বোধন থেকে ১৪ টি দল অংশগ্রহন করেন। শেষে বিজয়ীদের মাঝে রঙ্গিন টিভি, এলইডি মনিটর ও ছাগল প্রদান করেন।

Related posts