March 20, 2019

সাতক্ষীরায় জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য সহ আটক-৫৩

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল বারীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। আটক মাওলানা আব্দুল বারীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তাদেও বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৩১ জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ৩ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ২ ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়েছে।##

 

Related posts