March 22, 2019

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ববাঘ দিবস পালিত

সাতক্ষীরা

‘বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ^ বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় সুন্দরবন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, ওয়াইল্ডটিমের সদস্যরা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জি,এম সালাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার জাফর আহমেদ প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বাঘ বেঁচে থাকলে সুন্দরবন বাঁচবে। বাঘ শিকারিদের অপতৎপরতা বন্ধ করতে না পারলে সুন্দরবনে বাঘের অস্তিত্বই বিলুপ্ত হবে। বক্তারা বাঘ শিকার ও পাঁচার বন্ধ, বাঘের খাদ্য সুন্দরবনের হরিণ রক্ষাসহ সন্নিহিত লোকালয়ের অধিবাসীদের মধ্যে সচেতনা বাড়ানোর তাগিদ দেন।##

 

Related posts