November 21, 2018

সাতক্ষীরার তালায় দেল পূজার খেজুর ভাঙতে গিয়ে সন্যাসীর মৃত্যু

 
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় দেল পূজার (চড়ক) খেজুর ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে অভিরাম মন্ডল (৪৫) নামে এক সন্যাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার ইসলামকাটী ইউনিয়নের বারাত-মনোহরপুর পূজাম-পের পিছনে দেল পূজা চলাকালে খেজুর গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।

সন্যাসী অভিরাম মন্ডল একই উপজেলার ভবানীপুর গ্রামের ফকির মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৩০ ফুট উ”ুঁ একটি খেজুর গাছে উঠে খেজুর ভাঙার সময় তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সন্যাসী অভিরাম মন্ডলের মৃত্যুর সংবাদ শুনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোস সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র মুজমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ##

 

Related posts