February 23, 2019

সাংবাদিক শাহী আবারও জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের “সমন্বয়ক”

z

স্টাফ রিপোর্টারঃ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এবং আইন সহায়তা ও পরিবেশ সংরক্ষণ কেন্দ্রে’র “সমন্বয়ক” এর দায়িত্ব আবারও পেলেন সাংবাদিক শাহ্ আলম শাহী।
ভেজাল মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সরকার অনুমোদিত পৃথক দু’টি প্রতিষ্ঠান “জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন” এবং মানবাধিকার সংস্থা “আইন সহায়তা ও পরিবেশ সংরক্ষণ কেন্দ্রে’র “সমন্বয়ক” এর দায়িত্ব আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদান করেছে সাংবাদিক শাহ্ আলম শাহী’কে। সাংবাদিক শাহ্ আলম শাহী দিনাজপুর জেলা ও উপজেলায় এই দু’টি প্রতিষ্ঠানের কমিটি গঠন করবেন। কমিটি গুলোতে জেলা পর্যায়ে ২৫ জন এবং উপজেলা পর্যায়ে ১৫ জন করে সূধীজন বা সুশীল নাগরিক সংশ্লিষ্ট হবেন।
মানবাধিকার,পরিবেশ সংরক্ষণ ও ভেজাল প্রতিরোধ সংক্রান্ত প্রতিবেদন মিডিয়ায় প্রচার ও প্রকাশ করায় সাংবাদিক শাহ্ আলম শাহীকে এ দায়িত্ব দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সাংবাদিক শাহ্ আলম শাহী চ্যানেল আই, দৈনিক মানবজমিন এবং রেডিও আমার এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দায়িত্বে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উন্নয়ন সংস্থা “ সিসিডি-বাংলাদেশ” এর আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে ।

Related posts