April 21, 2019

সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ডেস্ক রিপোর্টঃ   বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা রোধে খুলনায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগর পুলিশের পাশাপাশি বাড়তি নিরাপত্তা নিয়েছে জেলা পুলিশও।

এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে মহানগর ও জেলায় মোতয়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি। শনিবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।

এদিকে, কেএমপির (মুখপাত্র) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে রাতে মহানগরীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নগরীর স্পর্শকাতর স্থানগুলোতে বিশেষ নজরদারি, টহল ও প্রবেশদ্বারে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts